শিমূল মূল ঐতিহ্যগতভাবে পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে আসছে। এটি শরীরের শক্তি বাড়াতে এবং স্খলন নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়ম করে শিমুল মূলের গুঁড়োর সাথে মধু ও দুধ মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায়।
শিমূল মূল রক্ত পরিশোধনে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের ত্বকের রোগ দূর করে।
যারা অপুষ্টিতে ভোগছেন তাদের জন্য শিমুল মূল খুবই কার্যকরী।
যারা বেশি সময় ধরে রক্ত আমাশয় ভুগছেন, তারা নিয়ম করে কয়েকদিন শিমুল মূলের গুঁড়োর সাথে ছাগলের দুধ পান করলে উপকার পাবেন।
শিমূল মূল মূত্রবর্ধক হিসাবে কাজ করে। ফলে মূত্রতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন মূত্রাশয়ের সংক্রমণ, মূত্রত্যাগে সমস্যা ইত্যাদি দূর করতে সাহায্য করে।
এটি খেলে পুরুষের শুক্রানু অনেক গুণ বৃদ্ধি পায়।
অনেক সময় মহিলাদের অতিরিক্ত রক্তস্রাব দেখা যায়, এই সমস্যা থেকে মুক্তি পেতে খালি পেটে এটি খেয়ে নিতে পারেন।
এছাড়াও শিমূল মূল পেটের সমস্যা, জ্বর, এবং কিছু ধরনের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে বলে মনে করা হয়।
শিমুল মূল খাওয়ার নিয়ম
১ চা চামচ শিমুল মূল গুঁড়ো ১ গ্লাস দুধ বা পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এছাড়া আপনি চাইলে সাথে ১/২ চা চামচ মধু মিশিয়ে নিতে পারেন। এতে অনেক উপকার পাবেন।
কেনো আমাদের কাছ থেকেই নিবেন ?
ক্ষেত থেকে চারা শিমুল গাছের বাছাইকৃত মূলগুলোকে প্রক্রিয়াজাত করে ওমেগা ফুডসের শিমুল মূল চূর্ণ প্রস্তুত করা হয়।সম্পূর্ণ প্রাকৃতিক,ধুলাবালিমুক্ত এবং কোন অপ্রয়োজনীয় উপাদানের মিশ্রণ নেই।
আমরা তৃতীয় কোনো মাধ্যম থেকে পাউডার কিনে সেল করিনা, একাবারেই মাঠ পর্যায় থেকে কৃষকদের কাছ থেকে আমরা কাঁচা শিমূল মূল সংগ্রহ করে আমাদের ফ্যাক্টরিতে ভালো করে ওয়াশ করে ফুডগ্রেড ড্রায়ার মেশিনে শুকিয়ে তারপর এই পাউডার তৈরী করি।
ওমেগা ফুডসের শিমূল মূল পাউডার BSTI PCR সার্টিফাইড, তাই কোয়ালিটি নিয়ে নিশ্চিত থাকতে পারেন।